বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকায় আশুলিয়া সৃষ্ট গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ নিরসনের লক্ষ্যে বাণিজ্যমন্ত্রনালয়ে নারায়ণগঞ্জ-৫-আসনের সংসদ সদস্য সেলিম ওসমান সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে জরুরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৮ ডিসেম্বর বাণিজ্যমন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদের নেতৃত্বে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী দীর্ঘ আলোচনাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি, শ্রম কল্যাণ প্রতিমন্ত্রী মুজিবুল হক, বিটিএমএ এর সভাপতি তপন চৌধুরী, বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান, বিজিএমইএ এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ, ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নেতা সালাউদ্দিন, এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি জসিম উদ্দিন সহ সচিব ও ব্যবসায়ী অন্যান্য নেতারা।
সভায় সর্ব সম্মতিক্রমে আশুলিয়ায় সংগঠিত শ্রমিক অসন্তোষের বিষয়টি সমাধানের জন্য নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁনকে দায়িত্ব দেওয়া হয়। সেই মোতাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।