বিজয় বার্তা ২৪ ডট কম
মালিক শ্রমিক সমঝোতার মাধ্যমে বিকেএমই’র সাবেক সভাপতি আব্দুর রহমানের মালিকাধীন প্রতিষ্ঠান প্যাসিফিক সোয়েটার্স বন্ধ ঘোষণা। এ সময়ে প্যাসিফিক সোয়েটার্স ফ্যাক্টরীতে কর্মগত ৬৪৯ জন শ্রমিককে মোট ৩ কোটি ১ লক্ষ ২২ হাজার টাকা বকেয়া বেতন প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় চাষাঢ়াস্থ বিকেএমইএ এর কার্যালয়ে শ্রমিকের নগদ অর্থ হাতে তুলেদেন বিকেএমই’র সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক।
বিকেএমইএ’র সহ সভাপতি(অর্থ)জিএম ফারুক সাংবাদিকদের বলেন, বিদেশী সংস্থা একোর এলান্সের কারণে বন্ধ গেল নারায়ণগঞ্জের সবচেয়ে পুরানো প্রতিষ্ঠান প্যাসিফিক সোয়েটার্স। তিনি বলেন, বিকেএমইএ’র সাবেক সভাপতি আব্দুর রহমান সাহেব প্রতিষ্ঠানটি চালাতে চেয়েছিলেন কিন্তু বিদেশী সংস্থা একোর এলান্সের কারণেই তিনি প্রতিষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হয়। একোর এলান্সের সাথে অনেক কোম্পানীর চুক্তি আছে। তাদের ইচ্ছা অনুযায়ী ফ্যাক্টরী গুলো চলতে হয়। এর মধ্যে এই ফ্যাক্টরীটি ২/৩ দফা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল কিন্ত তাতে তারা সন্তষ্ট নয়। একোর এলান্স তাদের সকল চুক্তি বাতিল করে দেয়। তাদের মূলত চুক্তি বিজেএমই’র সাথে কিন্তু বিকেএমইএ’র কোন চুক্তি নেই। তিনি আরো বলেন, বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান সব সময়ে শ্রমিকের প্রতি সহনশীল। তিনি মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের নিয়ে আলোচনা করে এবং মালিকপক্ষকে শ্রমিকের বেতনসহ সকল পাওনা বুঝিয়ে দিতে বলেন। তার ধারাবাহিকতার ভিত্তিতে প্যাসিফিক সোয়েটার্স ফ্যাক্টরীতে কর্মগত ৬৪৯ জন শ্রমিককে মোট ৩ কোটি ১ লক্ষ ২২ হাজার টাকা বকেয়া বেতন প্রদান করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ নীটক্ষেত্রে বিশ্বের তৃতীয় অবস্থানে আছে। আমরা মালিক শ্রমিকের মধ্যে সু-সম্পর্কের মাধ্যমে নীট ক্ষেত্রে চীনকে টপকিয়ে বিশ্বের এক নাম্বার স্থানে নিয়ে যেতে চাই।