বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজামের মাতার মৃত্যুতে গভীর সমাবেদনা ও শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান।
বৃহষ্পতিবার এক শোক বার্তায় তিনি এই সমাবেদনা ও শোক প্রকাশ করেন।
আজ সকাল সাড়ে ৮টায় ঢাকায় নিজ বাসভবনে শাহ নিজামের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন)। মুন্সিগঞ্জের সদর থানা এলাকায় বাদ আছর জানাযা শেষে মরহুমার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এমপি শামীম ওসমান শোক বার্তায় জানান, শাহ নিজাম ছাত্র রাজনীতিতে থেকে উঠা আসা আওয়ামীলীগের এক সংগ্রামী ও ত্যাগী নেতা। দলের দুঃসময়ে সব সময় কাজ করেন শাহ নিজাম। আর এমন এক সন্তানকে যে মা জন্ম দিয়েছেন সেই মা ই আজ দুনিয়া থেকে চলে গেছেন।(ইন্নালিল্লাহে……….রাজউন। আল্লাহ তাকে জান্নাতবাসি করুক। তিনি ছিলেন একজন রত্নগর্ভা মা ও একজন কীর্তিয়মান নারী। তার সন্তানকে তিনি আদর্শবান হিসেবে গড়ে তুলেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে শাহ নিজাম তার মায়ের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।