বিজয় বার্তা ২৪ ডট কম
“শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতি”। শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ। আগামী শনিবার ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর এই প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ। এইদিন নারায়ণগঞ্জ ছাত্রলীগের প্রতিটি ইউনিট থেকে ৬ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার রাজপথ কম্পিত করবে নেতৃবৃন্দ। সাংসদ শামীম ওসমান ও অয়ন ওসমানের পক্ষে নারায়ণগঞ্জ থেকে একত্রিত হয়ে ঢাকার বিশাল মিছিল নিয়ে যাবে ছাত্রলীগ। জানা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ,মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলার সাধারণ সম্পাদক রাফেল প্রধান ও মহানগরের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রতিটি ইউনিটের নেতৃৃবৃন্দ নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করবে। ৪ জানুয়ারী প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতে সকাল ৮ টায় নারায়ণগঞ্জ আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন নেতৃবৃন্দ। এরপর সকাল ১০টায় চাষাঢ়া শহীদ মিনারে কেক কাটবেন তারা। সকাল সাড়ে ১০টায় ছাত্রলীগের প্রতিটি ইউনিট স্ব স্ব স্থান থেকে গাড়ি নিয়ে চাষাড়া চত্বর হয়ে সাইনবোর্ড মূল জমায়েত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনীতে অংশ নিতে রওনা দিবেন। এছাড়াও জেলা জুড়ে মাসব্যাপী নেওয়া হয়েছে নানা কর্মসূচি।