বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে সিটি কর্পোরেশন জায়গায় দখলকৃত দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে শুরু করে চাষাঢ়া হয়ে ঈশাখাঁ রোড নবীগঞ্জ খেয়াঘাট পর্যন্ত রাস্তার দুই পাশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময়ে শহরেরে বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয় এবং নারায়ণগঞ্জ নাসিক ১১ নং ওয়ার্ডের নবীগঞ্জ ঘাটে সিটি কর্পোরেশন জায়গায় যুব সংহতি ও ছাত্র সমাজের উদ্যোগে নির্মাণকৃত জাতীয় পার্টির নতুন ক্লাবটি ভেঙে দেওয়া হয়েছে।
এ সময়ে উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নির্বাহী মেডিস্ট্রেট তোফায়েল আহমেদ। আরো উপস্থিত ছিলেন, পিএস আবুল হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ, সি আই শ্যামল পাল, রাশেদুল ইসলাম, স্বাস্থ্য বিভাগ কর্মকর্তা স্বাধীন চৌধুরী, নারায়ণগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম, এস আই মেহেদী হাসান, টি এস আই আকরাম হোসেন প্রমুখ।