বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়া এলাকার মোস্মামত সিফা নামে এক অভাবী গর্ভবতী মা অর্থের অভাবে ডেলিভারী করাতে পারছিলেন না। এদিকে সেই গর্ভবতী মায়ের প্রসব যন্ত্রনা বেড়েই চলেছে। এমন সময় এই খবরটি লোক মারফত জানতে পারে এমপি শামীম ওসমানের পত্নী নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। বিষয়টি জানা মাত্র গর্ভবতী মায়ের ডেলিভারী চিকিৎসার সমস্ত খরচের দায়িত্ব নেন তিনি। আজ সফলভাবে সেই মায়ের ডেলিভারী সম্পন্ন হয়েছে। তার কোল জুড়ে এসেছে এক ফুটফুটে সন্তান। বর্তমানে মা ও বাচ্চা দুজনই সুস্থ্য আছেন। এই মা তার সন্তানকে পেয়ে দু হাত তুলে আল্লাহ এর দরবারে দোয়া করেছেন সালমা ওসমান লিপি সহ তার পরিবারের সকল সদস্যের জন্য। একজন মায়ের যন্ত্রনা একজন মা ই বুঝে সালমা ওসমান লিপি তার দৃষ্টান্ত। করোনা দুর্যোগেও নারায়ণগঞ্জবাসীর জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই মহামারীতেও কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে পৌচ্ছে দিয়েছেন বাচ্চাদের খাবারের দুধ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র। ইতিমধ্যে তার এমন কর্মকান্ডে নারায়ণগঞ্জবাসীর কাছে মানবতার মা হিসেবে ভূষিত হয়েছেন। সালমা ওসমান লিপি শারিরীকভাবে তিনি অসুস্থ্য তাই নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।