বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মীনি সালমা ওসমান লিপিকে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বিকালে ফতুল্লার আলীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মরহুম হাফেজ মোক্তার হোসেনের বাসভবনের সামনে বাংলাদেশ নারী উন্নয়ন হস্ত শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে আতœ কর্মসংস্থানের লক্ষ্যে দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ রনি আলম, সাধারণ সম্পাদক আল মামুন কাউসার, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈকত বাপ্পী, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন জামান সৌরভ, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের দপ্তর সম্পাদক মোঃ গোলাম হায়দার সজিব, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন নাইম প্রমুখ।