বিজয় বার্তা ২৪ ডট কম
লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের উদ্যোগে শিক্ষাসমগ্রী করোনা সচেতনতায় লিফলেট, কাস্ক কম্বল ও রান্না করা খাবার বিতরন করা হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের মিশনপাড়া মিশনপাড়া উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে ৮৫ জন শিক্ষার্থীর মাঝে এ সেবামূলক কর্মসূচী পালন করা হয়েছে। এসময় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিথ ছিলেন, কনভেনশন চেয়ারপার্সন ইমরান ফারুক মইন রানা, ডিস্ট্রিক কর্ডিনেটর লায়ন দেবদাস সাহা, রিজন চেয়ারপার্সন ক্লাব লায়ন সাইদুল্লাহ হৃদয়, জোন চেয়ারপার্সন এডভোকেট নবী হোসেন। লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের প্রেসিডেন্ট আশরাফুজ্জামান হিরা, সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান মুরাদ, ট্রেজারার রাহেলা সিদ্দিক কনা, জয়েন্ট সেক্রেটারী হাসান উল রাকিব, ক্লাবের সদস্য মোস্তফা কামাল, শফিকুল আলম, সদস্য তাসমিন তাবাচ্ছুম, রাইয়ান বিন সিদ্দিক সহ মিশনপাড়া উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা হাবিবা জুমা উপস্থিথ ছিলেন, এসময় ৮৫ জনকে শিক্ষা সামগ্রী ৮৫ জন ছাত্রছাত্রীর মাঝে কম্বল কাস্ক বিতরন করা হয়। এসময় তাদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।