বিজয় বার্তা ২৪ ডট কম
লকডাউনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। জেলার বিভিন্ন চেক পয়েন্টে যানবাহন ও জনসাধারনের চলাচলের ওপর নজরদারি করছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। জনসাধারনকে সঠিক কারন দেখিয়ে চলাচল করতে হচ্ছে। বিনা কারনে যারা বের হয়েছে গুনতে হচ্ছে জরিমানা। সড়ক ও মহাসড়কে লোকসমাগম ও যানবাহনের সংখ্যাও অনেকটা কম। বন্ধ রয়েছে গণপরিবহন, মার্কেট ও শপিংমল। তবে নিত্যপন্য ও সেবামূলক কাজে নিয়োজিত যানবাহন চলাচল করেছে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে গত ২৪ ঘন্টায় লকডাউনের নির্দেশ ও স্বাস্থবিধি অমান্য করায় ২৩টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯৫টি মামলা করা হয়েছে। এতে সাত চল্লিশ হাজার ১শ’ ৫০ টাকা জরিমানা করা হয়। যারা নির্দেশ ও স্বাস্থবিধি মানছেন না তাদের আইনের আয়তায় এনে জরিমানা করা হচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি ও মাক্স ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মরণঘাতী ভাইরাসে জেলায় মোট ২৪৯ জন মৃত্যুবরণ করেছেন।
জেলায় নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ১৫৫ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১৮ হাজার ৫৯ জন। জেলায় করোনা সংক্রমনের হার ৩২.৮৪ ভাগ।