বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে র্যাবের মাদক বিরোধী অভিযানে ১হাজার ২ বোতল ফেন্সিডিলসহ মঞ্জুর হাসান (৩৪) ও মো: আক্কাস (৪৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার উত্তর শিয়ারচর তক্কার মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
রাস্তার উপর পাকিং করা একটি কভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে এসব মাদক দ্রব্য উদ্ধার করে মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ড-১৪-৪৯২৭) আটক করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে র্যাব-১১’র সদর দপ্তর থেকে প্রেরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া এলাকার মঞ্জুর হাসান (৩৪) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকার মোঃ আক্কাস (৪৮)। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, আটকৃতরা দীর্ঘদিন যাবৎ যশোরের বেনাপোল হতে কাভার্ডভ্যান যোগে সুকৌশলে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য পাইকারী বিক্রির জন্য নারায়নগঞ্জ জেলার ফতুল্লাসহ আশপাশের অন্যান্য থানা এলাকায় পরিবহন করে নিয়ে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।