বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর সেন্ট্রাল খেয়াঘাটের মত নবীগঞ্জ খেয়াঘাটটি যাত্রীদের যাতায়াতের জন্য ব্যক্তিগত উদ্যোগে টোল ফ্রি করে দেওয়ার আশা প্রকাশ করে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এ ব্যাপারে শনিবার ২৫ ফেব্রুয়ারী সেলিম ওসমানের ব্যবসা প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ সময় নবীগঞ্জ খেয়াঘাটের ইজারাদার ও দায়িত্ব পালনকারীদের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সেই লক্ষ্যে আগামীকাল রোববার সকাল ১০টায় নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন মাঠে উক্ত ঘাট দিয়ে চলাচলকারী নৌকা ও ইঞ্জিন চালিত নৌকার মাঝিদের সাথে আলোচনায় করবেন সংসদ সদস্য সেলিম ওসমান। মাঝিদের সাথে আলোচনার পর পর নবীগঞ্জ এলাকার নেতৃবৃন্দ ও স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে উক্ত এলাকার জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে ও খেয়াঘাট দিয়ে জনগনের কাঙ্খিত সেবা প্রদানের লক্ষ্যে সংসদ সদস্য সেলিম ওসমান তার চুড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা প্রদান করা হবে।
উইজডম অ্যাটায়ার্সে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ সভাপতি জাকিরুল আলম হেলাল, নবীগঞ্জ খেয়াঘাটের ইজারাদার আবুল কালাম, জাহিদ হাসান, মো: কামাল, লাভলু, মিরাজ রহমান খান সহ অন্যান্যরা।
সংসদ সদস্য সেলিম ওসামনের পক্ষ থেকে চুড়ান্ত ঘোষণা ও এলাকাবাসীর দাবীর কথা জানতে রোববার সকালে নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন মাঠে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সাথে মত বিনিময়ের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সংসদ সদস্য সেলিম ওসমান জানিয়েছেন, নবীগঞ্জ খেয়াঘাটের ইজারাদার ও ঘাট পরিচালায় থাকা ব্যক্তিদের সাথে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আগামীকাল ঘাটের মাঝিদের সাথে কথা বলার পর এলাকাবাসীর দাবীর কথা শুনে চুড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে ২৩ ফেব্রুয়ারী নবীগঞ্জে অবস্থিত কদম রসুল বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে আগামী মার্চ মাসের প্রথমদিন থেকে বন্দর সেন্ট্রাল খেয়াঘাটের মত নবীগঞ্জ খেয়াঘাটটিও জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে সম্পূর্ন টোল ফ্রি করে দেওয়ার আশা প্রকাশ করেন সংসদ সদস্য সেলিম ওসমান।
উল্লেখ্য, সেলিম ওসমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ২০১৪ সালের ১৬ ডিসেম্বর থেকে ব্যক্তিগত উদ্যোগে সাধারণের জন্য বন্দর সেন্ট্রাল খেয়াঘাটটি সম্পূর্ন টোল ফ্রি করে দিয়েছেন যা এখন পর্যন্ত চলমান রয়েছে। প্রতিমাসে সরকারী ইজারা ও ঘাট পরিচালনা বাবদ তার ব্যক্তিগত তহবিল থেকে সাড়ে ৯লাখ ব্যয় করে আসছেন সেলিম ওসমান।