বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জ সাহিত্য পরিষদের ২য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিন ব্যাপি উপজেলার পূর্বাচলে বাঙ্গাল বাড়ি প্রাঙ্গনে এ সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এম.পি। সাহিত্য পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক আলম হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচীব মোঃ আনোয়ারুল ইসলাম, রূপগঞ্জ সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম, সলিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা,বাংলাদেশ লেখক সমিতির সভাপতি কবি রুহুল আমিন বাচ্চু, কবি মহিউদ্দিন আকবর, ভারতীয় কবি কামনা দেব, পার্থদ্বীপ সমাজদার, প্রবীর কুমার আচার্য্য, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া,পরিষদ সাধারন সম্পাদক ইন্সপেক্টর সেলিম মিয়া, দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর এমদাদ হোসেন ভুঁইয়া, ইউপি সদস্য রিটন প্রধান, মহিউদ্দিন প্রমূখ।
এ সময় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক তার বক্তবে বলেন, রূপগঞ্জ সাহিত্য পরিষদে ওপার বাংলার কবিদের অংশগ্রহণ আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় তাদের সহযোগীতার কথা মনে করিয়ে দেয়। তারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষন দিয়ে, আশ্রয় দিয়ে সহযোগীতা করেছিলেন। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম বলেন, এপার বাংলা ওপার বাংলা বলে আমাদের সাহিত্যকে আলাদা করতে পারি না। সাহিত্যের মাধ্যমেই আমরা আমাদের যোগাযোগ রক্ষা করে চলেছি।