বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চণ এলাকায় করোনাভাইরাস পরীক্ষার জন্য ল্যাব স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে করোনা টেস্টের মেশিনসহ যাবতীয় ষড়ঞ্জামও আনা হয়েছে। শিগগিরই এই ল্যাব চালু হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ ব্যাপারে আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার ব্যক্তি অর্থায়নে ইতোমধ্যেই করোনা পরীক্ষার মেশিন পিসিআর ক্রয় করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রনালয়ের মহাপরিচালকও অবগত আছেন এবং এ ব্যাপারে উৎসাহিত করেছেন। ইউএস বাংলা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় রূপগঞ্জের কাঞ্চন সেতু সংলগ্ন বেস্টওয়ে আবাসন প্রকল্পের নির্জন স্থানে এই ল্যাব স্থাপনের কাজ চলছে এবং আগামী চার পাঁচ দিনের মধ্যেই যাবতীয় কাজ সম্পন্ন হবে।
মন্ত্রী বলেন, করোনা পরীক্ষার জন্য এটি অত্যন্ত উপযুক্ত জায়গা। নারায়ণগঞ্জ জেলাসহ আশপাশের জেলার মানুষও সহজে এসে এই ল্যাবে করোনা পরীক্ষা করাতে পারবেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঞ্চন এলাকার বেষ্টওয়ে সিটিতে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ ল্যাবরেটরী ও আইসোলেশন সেন্টার নির্মানের সিদ্ধান্ত নেয়া হয়।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন জানান, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইসিডিআরএ এর অনুমতি সাপেক্ষে মন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ, ল্যাবরেটরী ও আইসোলেশন সেন্টার নির্মানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি বাস্তবায়ন করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সার্বিক সহায়তা করছে। ইতিমধ্যে ল্যাব প্রতিষ্ঠায় পিসিআর মেশিন, ভেন্টিলেটারসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনা হয়ে গেছে বলে জানান তিনি।