বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একদিনে নতুন করে আরো ৪৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
ডা. ফয়সাল আহমেদ জানান, মোট ১৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মাঝে ৪৯ জনের শরীরে করোনা ভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। উপজেলায় মোট করোনা আক্রান্তের ৭৯৯ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছে ৬ জন। আর করোনামুক্ত হয়েছে ১৯২ জন।