বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার দড়িকান্দি ও চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, দড়িকান্দি এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে জাকির হোসেন ও চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মৃত নুর বয়াতির ছেলে কালু মিয়া।
রূপগঞ্জ থানা পুলিশ জানায়, জাকির হোসেন নিজ এলাকাসহ আশ-পাশের এলাকা গুলোতে হেরোইন বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। সকালে দড়িকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে এক গ্রাম হেরোইনসহ জাকিরকে গ্রেফতার করা হয়। অপরদিকে, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ গ্রাম গাঁজাসহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।