বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ত্রাণের কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে মজিবুর ওরফে কালা মজিবুর নামে এক যুবলীনেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৫ জুন সোমবার রাতে উপজেলার বরাব রসূলপুর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ধর্ষিতা গৃহবধূ জানান, কয়েকদিন ধরে যুবলীগনেতা মজিবুর ওরফে কালা মজিবুর ওই গৃহবধূকে ত্রাণের কার্ড করে দিবে বলে জানায়। গত ১৫ জুন রাতে মজিবুর ফোন দিয়ে ওই গৃহবধূকে ত্রাণের কার্ড নিতে তার বাড়িতে যেতে বলেন। পরে ওই গৃহবধূ মজিবুরের বাড়িতে ত্রাণের কার্ড আনতে গেলে মজিবুর তাকে জোর পূর্বক ধর্ষণ করেন। পরে বুধবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন বলেন, মজিবুর নামে উপজেলা যুবলীগ ও তারাবো পৌর যুবলীগের কমিটিতে এমন কেউ নেই। তার সঙ্গে যুবলীগের কোন সম্পৃক্ততা নেই।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।