বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল নামে এক জুয়েলারি ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুড়া বাজারে নিজ দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার শফিউল্লাহর ছেলে।
এলাকাবাসি ও স্বজনরা জানান, রানীপুড়া বাজারে আতাউর মাষ্টারের মালিকানাধিন মার্কেটে একটি দোকান নিয়ে সোহেল গত এক বছর ধরে জুয়েলারি ব্যবসা পরিচালনা করে আসছেন। রাতে দোকানের ভেতরেই ঘুমাতেন তিনি। শুক্রবার সকালে সোহেলের দোকানের ভেতর থেকে রক্ত বের হতে দেখে মার্কেটের অন্যান্য দোকানের লোকজন থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে দুপুর বারোটার দিকে পুলিশ দোকানের ভেতর থেকে সোহেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে দূর্বৃত্তরা সোহেলকে হত্যাার পর লাশ কম্বল দিয়ে ঢেকে রেখে গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সহ ন্যায়বিচার দাবি করেন এলাকাবাসি ও নিহতের স্বজনরা।