বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আব্দুল সাত্তার (২৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১১ টায় উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার ইসলাম অক্সিজেন প্রাইভেট কোম্পানী লিমিটেড নামীয় কারখানায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল সাত্তার লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ডিঙ্গিমারা এলাকার আজিজার রহমানের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, নিহত আব্দুল সাত্তার ইসলাম অক্সিজেন প্রাইভেট কোম্পানী লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার রাত ১১ টায় অক্সিজিন সিলিন্ডারে অক্সিজেন ভরার সময় অতিরিক্ত চাপে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এসময় শ্রমিক আব্দুল সাত্তারের শরীরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।