বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জ জোবেদা টেক্সটাইলে শিশু শ্রমিক সাগর বর্মন হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল এগারোটায় নারায়ণগঞ্জ চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ গার্মেন্টস-টেক্সটাইল শ্রমিক ফেডারেশন এর সভাপতি মাহমুদ হোসেন এর সভাপতিত্বে ও গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক মো. ইয়াসিন এর সঞ্চলনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল- গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন এর নির্বাহী উপদেষ্টা শামীম ইমাম, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর নেতা রফিকুল ইসলাম পথিক, ঢাকা মহানগর শ্রমিক নেতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর নেতা মলয় সরকার, কেন্দ্রীয় গার্মেন্টস শ্রমিক সংহতি আন্দোলনের সহ সম্পাদক অঞ্জন দাস প্রমুখ।
মাহবুবুর রহমান ইসমাইল বলেন, গত ২৪ জুলাই রুপগঞ্জ উপজেলা যাত্রামুড়ায় জোবেদা টেক্সটাইলে কাজ শেষে নিয়োজিত শিশু শ্রমিক সাগর বর্মন(১০) কে কমপ্রেসার মেশিনের হাওয়া মলধারে ঢুকিয়ে তাকে অসুস্থ করে। এসময় তাকে গুরুতর অবস্থায় স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অতঃপর মালিক ও কর্মরত সহ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আর দুই জনকে গ্রেফতার করে পুলিশ।আমরা সরজমিনে দেখেছি ঐ কারখানায় পায় দেড় থেকে দুই হাজার শিশু শ্রমিক কাজ করে। তাদের অনেকের বয়স ৮-১০ বছর। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সংশোধিত ২০১৩) এর ৩৪ ধারা মতে ১৪ বছরের নিচে শিশু শ্রম নিষিদ্ধ এবং ১৪ বছরের কোন শ্রমিককে নিয়োগ দিলেও তাকে কোন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করতে পারবে না। অথাৎ যে কাজে নিয়োজিত করা হবে সে কাজে যেন মৃত্যু ঝুঁকি না থাকে তাকে নিরাপদ কর্মপরিবেশের ব্যবস্থা করে দিতে হবে। কারখানায় মালিক কতৃপক্ষ অল্প মজুরিতে অধিক কাজের জন্য শিশু শ্রমিকদের দিয়ে কাজ করাতেন। এটি একটি ক্ষমার অযোগ্য অপরাধ। এর আগে ও সাগর বর্মন শিশু শ্রমিকটির মাথায় আঘাত করা হয়েছে এবং ছয়টি সেলাই করা হয়েছিল । বেশ কিছু দিন আগে খুলনায় ও একটি শিশু শ্রমিককে ঠিক একই ভাবে হত্যা করা হয়েছিল । জোবেদা টেক্সটাইলে মালিক অনেক প্রভাবশালী ধনী ও অর্থ বান ব্যক্তি তাই সে হত্যাকান্ডের ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য নতুন নাটক বানিয়ে যে মৃত শিশু শ্রমিক সাগর বর্মনকে নাকি তার সহকর্মীরা হত্যা করেছে এবং সহকর্মীদের দিয়ে দোষ স্বীকার মুলক জবানবন্দি নেওয়া হয়েছে। আমাদের ধারণা এটি ও ঐ মালিক কর্তৃপক্ষের সাজানো নাটক কারন যে শিশু শ্রমিক নিয়োগ করতে পারে তার দ্ধারা পৃথিবীর যে কোন ঘৃনিত অপরাধ করা অসম্ভব নয়। শুধু বাংলাদেশ নয় আন্তজার্তিকভাবেও আইএলও কনভেনশন অনুযায়ী শিশু শ্রম নিষিদ্ধ। তাই আমরা ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে ২৫ লক্ষ টাকা দেওয়ার দাবী করছি মালিকগন সে টাকা সাগর বর্মনের পরিবারকে দেওয়ার জন্য এবং শিশু নির্যাতন ও শিশু হত্যার বিষয়টি জুডিশিয়াল তদন্ত করে দায়ী দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য দাবি করছি ।
এ সময়ে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ চাষাঢ়া শহীদ মিনারে এসে জড় হয় ।
সেখান তারা সংক্ষিপ্ত সমাবেশ করে এবং মিছিল নিয়ে ৎজেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয় । এরপর শ্রমিক নেতৃবৃন্দ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার কাছে স্মারকলিপি প্রধান করেন ।