বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যমুনা ব্যাংকে ডাকাতির চেষ্টায় কাউসার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। কাউসার কুমিল্লার হোমনা উপজেলার দিঘির পাড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, ভোরে রূপসী বাসস্ট্যান্ড এলাকায় যমুনা ব্যাংকে ডাকাতির উদ্দেশ্যে দেয়াল ও জানালা ভাঙতে থাকে একদল ডাকাত। এ সময় টের পেয়ে পুলিশে খবর দেন ব্যাংকের নৈশপ্রহরী। পরে অন্যরা পালিয়ে গেলেও পুলিশ কাউসারকে আটক করে। তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।