বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে অন্তিম নিটিং ডাইয়িং এন্ড ফিনিশিং লিমিটেড নামে একটি রপ্তানীমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরপা এলাকায় অন্তিম নিটিং ডাইয়িং এন্ড ফিনিশিং লিমিটেড পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, অন্তিম নিটিং ডাইয়িং এন্ড ফিনিশিং লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক কাজ করে। পোশাক কারখানাটিতে কোন কোন শ্রমিকের ১ মাস আবার কারো ২-৩ মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ আশ্বাস দিয়েছিল। সারাদিন পার হয়ে গেলেও মালিকপক্ষ বেতন না পরিশোধ না করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানা থেকে বের যায় বিক্ষোভ শুরু করেন। পরে রাস্তায় আগুন লাগিয়ে দেয় শ্রমিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহমুদুল হাসান ঘটনা স্থলে পৌঁছে শ্রমিকদের আস্বস্ত করলে শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করেন।
এ ব্যাপারে রুপগঞ্জ থানার ওসি জানান, পূর্ব নির্ধারিত অনুযায়ী আজ এই পোশাক কারখানাটির শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার কথা ছিল। বেতন দিতে দেরি হওয়ায় শ্রমিকরা রাস্তায় এসে বিক্ষোভ করে। পরে ঘটনাস্থলে রুপগঞ্জ থানা পুলিশ ও ইউএনও এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।মালিক পক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার আস্বস্ত করার ভিত্তিতে শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করেন।