বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র মামলায় এক যুবককে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় অপর আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আব্দুল খালেক উপজেলার চাঁনপাড়া পুনর্বাসন এলাকার নুরুল হকের ছেলে। খালাসপ্রাপ্ত খলিলুর রহমান একই এলাকার ফজলুর রহমানের ছেলে।
আদালতের পিপি জাসমিন আহমেদ জানান, ২০১৬ সালের ৩ মার্চ খলিলুর রহমানের বাড়ির তিন তলায় অভিযান চালায় র্যাব। এ সময় একটি অস্ত্রসহ আবদুল খালেক ও খলিলুর রহমানকে আটক করে। পরে র্যাব- ১১ এর ডিএডি মুন্সী নজরুল ইসলাম রূপগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেয়।