বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার সকাল ১১টায় শহরের মিশন পাড়া রামকৃষ্ণ মিশনে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজার মহাঅষ্টমী তিথিতে কুমারী পূজা পালিত হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিবেকানন্দ, এফবিসিসি আই এর পরিচালক প্রবীর কুমার সাহা, বিকেএমইএ ভাইস প্রসিডেনট (অর্থ) জি.এম ফারুক, নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুরজ্জামান, ওসি (তদন্ত) আব্দুল রাজ্জাক, নারায়ণগঞ্জ জেলা পূজা উদৃযাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম সাহা, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য প্রমুখ ।
এসময় কুমারী পূজা পরির্দশনের সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান বলেন, ১৯৭১ সালে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে মিশে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ হিন্দু মুসলিম সবার। দেশে একটি সম্প্রদায়িক ডাঙ্গার চেষ্টা চালাছে একটি কুচক্রিমহল। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে কোন অপশক্তি এদেশে কোন প্রকার অরাজকতা সৃষ্টি করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এদেশের হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধ ভাবে যার যার ধর্ম পালন করছে।
তিনি আরও বলেন, এখন মুসলমানরা ঈদ ও হিন্দু সম্পাদায়ের মানুষগন শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করতে পারছে। আমাদের ভবিষ্যত প্রজন্ম যেন সুন্দর ভাবে বসবাস করতে পারে তার জন্য সবাই কাজ করতে হবে।
এ বছর রামকৃষ্ণ মিশন আশ্রমে পাঁচ হাজারের শিশু কন্যা ঐশিকা চক্রবর্তী কে কুমারী পূজা মন্ডপে দেবী হিসেবে উপস্থিত করেন । ঐশিকাঢাকা জেলার ওয়াই ডব্লিউ সিএ গার্লস স্কুলের নার্সারিতে পড়াশোনা করে । বাবা উৎপল চক্রবর্তী ও মাতা রুপা চক্রবর্তী ।