বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরে ট্রাফিক যানজটের একমাত্র কারন হচ্ছে অবৈধভাবে গাড়ি পার্কিং আর ফিটনেস বিহীন গাড়ি । আর এই দুইটি সমস্যার জন্য প্রতিনিয়ত সাধারণ মানুষ কে ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহাতে হচ্ছে ট্রাফিক যানজটে । বৃহস্পতিবার ( ১৯ এপ্রিল ) শহর কে যানজট মুক্ত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে শহরের চাষাড়া থেকে বিবি রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম ও জেলা বিআরটিএর মটরযান পরিদর্শন মোঃ শফিকুল ইসলাম । এ সময় রাস্তার দুই পাশে অবৈধ ভাবে যানবাহন পার্কিং করায় বেশ কয়েকটি গাড়ি কে অর্থদণ্ড করেন এবং তা আদায় করা হয় । গাড়ির ফিটনেস, ইন্সুরেন্স, ড্রাইভিং লাইসেন্স ও কাগজ পত্র চেক করা হয় । ফুটপাতে মানুষের চলাচলের রাস্তায় বিঘ্ন ঘটিয়ে মোটরসাইকেল পার্কিং করায় মোটরসাইকেল আরোহী কে এককই ভাবে অর্থদণ্ড করা হয় । এবং রাস্তার পাশে যানবাহন পার্কিং ও ফুটপাতে উপরে মোটরসাইকেল পার্কিং না করার নির্দেশ দেন ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম জানান, শহর কে যানজট মুক্ত করতেই জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে । বেশ কয়েক দিন যাবৎ শহরে ট্রাফিক যানজটের কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে । আমরা চাষাড়া ও বিবি রোডে যে সব অবৈধ ইষ্টান আছে সেই গুলো কে সরিয়ে দিয়েছি । গাড়ির ফিটনেস, ইন্সুরেন্স, ড্রাইভিং লাইসেন্স ও কাগজ পত্র চেক করা হয় এবং রাস্তার পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং ও ফুটপাতে উপরে মোটরসাইকেল পার্কিং করায় অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়েছে ।