বিজয় বার্তা ২৪ ডট কম
যখন আমরা শামীম ওসমানের বিপক্ষে আন্দোলন করেছিলাম, তখন আমি ব্যক্তিগতভাবে আইভিকে বহুবার অনুরোধ করেছিলাম আমাদের এই সংগ্রামে অংশ নিতে। কিন্তু তখন তিনি আমাদের ডাকে আসেন নি। অনেকে বলে আমি নাকি সেলিম ওসমানের সাথে আতাত করেছি। সেলিম ওসমান নাকি আমাকে গাড়ী বাড়ী দিয়েছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন দেখুন আমার কোন গাড়ী আছে কি না, আর আমি সেলিম ওসমানের কাছ থেকে কোন বাড়ী নিয়েছি কিনা। আমার জীবনে আমি কারো কাছে হাত পাতি নাই।
বৃহঃস্পতিবার (২১শে জুলাই) নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন তার সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আমি একটি ইন্স্যুরেন্স কম্পাটিতে চাকুরী করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ্ যেন আমাকে সুস্থ্য অবস্থায় মৃত্যু দান করেন। কারণ অসুস্থ্য অবস্থায় দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকলেও চিকিৎসা করার মত টাকা আমার নেই। যতদিন বেঁচে থাকবো ততদিন বঙ্গবন্ধু আর্দশ ও জননেত্রী শেখ হাসিনার নিদের্শ মোতাবেক থাকবো, গুরু আর শিষ্য একসাথেই থাকবো।
মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহার সঞ্চালনায় বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসামন, জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সহ-সভাপতি গোপীনাথ দাস, মাসুদুর রহমান খসরু, সামসুজ্জামান খান ভাষাণী, রোকনউদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, এ্যাড. মাহামুদা আক্তার মালা, জিএম আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, শাহ্ নিজাম, আহসান হাবীব, আইন বিষয়ক সম্পাদক নারায়ণগঞ্জ আদালতের পিপি এ্যাড. এসএম ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আনিসুর রহমান দিপু, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিুবর রহমান, কমান্ডার সামিউল্লাহ মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, সহ-সভাপতি আলী আকবর, মহানগর ছাত্রলীগের আহবায়ক মিনহাজুল ইসলাম রিয়াদ, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মতি, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, নাসিক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, শারমিন হাবিব বিন্নি, ইসরাত জাহান খান স্মৃতি প্রমুখ।
