বিজয় বার্তা ২৪ ডট কম
দীর্ঘ দিন পরে হলেও অবশেষে রাজবাড়ী বাড়ইপাড়া এলাকাবাসীর কাংখিত স্বপ্ন পূরণ হতে চলেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দুই এলাকার যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করতে রোববার রাজবাড়ী-টু বা[ইপাড়ার সংযোগ রাস্তার সম্ভাব্য নির্মাণস্থল পরিদর্শণ করে স্থানীয় ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মোঃ হান্নান সরকার। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রকৌশলী মোহাম্মদ হাসান,ফিল্ড কর্মকর্তা মোঃ মোনায়েম,স্থানীয় সমাজ সেবক মোঃ বশির মিয়াসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। উদ্বোধণকালে হান্নান সরকার বলেন,ডাঃ সেলিনা হায়াৎ আইভী কথায় যা বলেন কাজে তা-ই করেন। তিনি কখনো কথার বরখেলাপ করেননা। আগামী মাসের মধ্যেই রাজবাড়ী-টু বা[ইপাড়ার সংযোগ রাস্তার কাজের টেন্ডার হবে ইনশাল্লাহ। উন্নয়নের পথিকৃৎ ডাঃ সেলিনা হায়াৎ আইভীর সুচারূ নেতৃত্বে আমরা সব সময় তার পাশে আছি।