বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের পৌর চুনকা পাঠাগারে এই মুজিববর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান৷
এসময় পায়রা, বেলুন উড়িয়ে, ঢাক বাদন, ব্রতচারী নৃত, জাতীয় সংগীত পরিবেশন, গান চিত্র প্রদর্শনীর মাধ্যমে উদ্বোধনের সূচনা করা হয়। এই অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আয়োজনে ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় আজ ১ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত চলবে।
উদ্বোধণী অনুষ্ঠানে নাসিক মেয়র ডা. সেলিনায় হায়াৎ আইভীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ ও সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম, এহতেশামূল হক প্রমুখ৷
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এসময় বঙ্গবন্ধুর স্মৃতিচারন করেন এবং দেশের জন্য তার অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি আশাকরি বাংলাদেশের প্রতিটি মানুষ মুজিববর্ষে নিজেকে সমর্থিত করার প্রস্তুতি নিয়ে থাকবেন। দেশকে যার যা দেওয়ার আছে সেটাই দিবেন।এই আশাবাদ ব্যক্ত করে সপ্তাহব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষনা করলাম।