বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের মুছাপুর লাঙ্গলবন্দের প্রেমতলা এলাকায় কদমরসুল কমিউনিাট সেন্টারের মালিক নিয়াজ উদ্দিন আহাম্মেদের বাগানবাড়িতে কেয়ারটেকারের কক্ষে দুর্বৃত্তরা আগুন দিয়ে কেয়ারটেকারকে হত্যার চেষ্টা করা হয়েছে। আগুন দেয়ার সময় কেয়ারটেকার খাবার আনতে বাইরে থাকায় সে রক্ষা পেয়ে যায়। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার সংবাদ পেয়ে বাগান মালিক নিয়াজ উদ্দিন আহাম্মেদ ঘটনা স্থলে এসে পরিস্থিতি দেখে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যপারে বাগানের কেয়ার টেকার মজিবর জানান, তিনি কয়েক মাস যাবত বাগানে চাকরি নেয়। সে চাকরি নেয়ার পর বাগানের আগের কেয়ারটেকার আবুল ও হান্নান তাকে এখান থেকে চাকরি ছেড়ে দেয়ার জন্য চাপ দেয়। এ ব্যপারে বাগান মালিক নিয়াজ উদ্দিন জানান, তার বাগান বাড়ির কেয়ার টেকারের কক্ষের জানালার কাঁচ ভেঙ্গে ভিতরে দুবৃত্তরা আগুন দিয়ে চলে যায়। আগুনে কেয়ারটেকারের কক্ষ ও অফিস কক্ষ পুড়ে যায়। তিনি আরো বলেন, সাবেক কেয়ারটেকার আবুল তার বাগান বাড়িতে মাদক সেবী ও ব্যবসায়ীদের নিয়ে আড্ডা ও ব্যাবসা করত। এ ধরনের ঘটনার সংবাদ পাওয়ার পর তাকে চাকরি থেকে বের করে দিয়ে মজিবর নামে নতুন কেয়ার টেকার রাখা হয়। কিন্তু আবুল তার সহযোগি খালেক ও হান্নানকে নিয়ে মজিবরকে নানা ভাবে হুমকি দিতে থাকে। অবশেষে হয়তো তারাই মজিবরকে হত্যার জন্য কক্ষে আগুন দিয়েছে বলে ধারনা করছি। তবে বিষয়টি পুলিশ তদন্ত করলে আসর ঘটনা বেরিয়ে আসবে। এ ব্যপারে মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।