বিজয় বার্তা ২৪ ডট কম
মিয়ানমারে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত মুসলিম, বাংলাদেশ গনীয়া কাফেলা তিলিপ দরবার শরীফ ও হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর গলাচিপা জামে মসজিদ নারায়ণগঞ্জ ডিআইটি জামে মসজিদসহ কয়েকটি মসজিদের সামনে থেকে মিছিল বের করে। নারায়ণগঞ্জ ডিআইটি জামে মসজিদ সামনে সমাবেশ করে হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। পরে ডিআইটি জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল করে চাষাঢ়া বিজয় স্তম্ভ চত্তর ঘুরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলে নেতৃত্ব দেন হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান। সমাবেশে মিয়ানমারে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে নানা বক্তব্য রাখবেন ইসলামী নেতারা।