বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার রাত ৯টায় নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন শারদীয়া দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক।
এ সময়ে তারা নারায়ণগঞ্জ শহরের উকিল পাড়া হোসিয়ারী পূজা মন্ডপ, সমির কর নতুন পালপাড়া পূজা মন্ডপ , দেওভোগ লক্ষ্মী নারায়ণ আখড়া পূজা মন্ডপ, শ্রী শ্রী গৌর নিতাই জিউর বিগ্রহ মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা।
পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, ফতুল্লা এসিল্যান্ড নাহিদা বারিক, নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুরজ্জামান, সদর সার্কেল এএসপি মাসুদুর রহমান, ফতুল্লা সার্কেল এএসপি শরফুউদ্দিন আহমেদ, ফতুল্লা থানার ওসি কামাল উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক সাহা, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, যুগ্ম সম্পাদক উওম সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাবেক কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান প্রমুখ।
এ সময়ে জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই জেলায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ ,খ্রিষ্ঠান সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করে। নারায়ণগঞ্জ জেলাতে অন্যান্য জেলার চেয়ে সুন্দর করে এই জেলায় শারদীয় দূর্গা পূজা উদ্যাপন করা হয়। এ বছর সরকার শারদীয়া দূর্গা পূজা যাতে করে সুন্দর ও শান্তিপূর্ণভাবে সবাই উদযাপন করতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, শারদীয়া দূর্গা পূজার আগে জেলা ও মহানগর পূজা উদৃযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আমরা মত বিনিময় মাধ্যমে আলোচনা হয়েছে। তাদের বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কাছে তুলে ধরেন। আমরা সমাধান করে এখন সরেজমিনে পূজার প্রস্তুতি সম্পর্কে পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করছি। এসময় তিনি নারায়ণগঞ্জের সনাতন ধর্মের সবাইকে শারদীয়া দূর্গা পূজা শুভেচ্ছা জানান।