বিজয় বার্তা ২৪ ডট কম
প্রাণঘাতি করোনায় যেখানে হাত পা গুটিয়ে বসে আছে দেশের ধনী জেলা খ্যাত নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনীতিবীদ ও ব্যবসায়ী মহল, সেখানে অনাহারে ফুটপাতে থাকা ছিন্নমূলদের পাশে দাড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন চ্যানেল ডিবিসি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জের আলো’র প্রকাশক রাজু আহমেদ। দৈনিক নারায়ণগঞ্জের আলো কার্যালয়ে নিজহাতে রান্না করা খাবার মধ্যরাতে ছিন্নমূলদের হাতে পৌছে দিয়ে তাদের ক্ষুধা নিবারণের চেষ্টা করে যাচ্ছেন তিনি। তার এই ব্যতিক্রমি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের সাংবাদিক মহল, সচেতন নাগরিক থেকে শুরু করে বিভিন্ন মহল। রাজু আহমেদের এই মহতি উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সমাজের অসহায় ও ছিন্নমূলদের পাশে এসে দাড়াতে কৃপণ রাজনীতিবীদ ও ব্যবসায়ী মহলের প্রতি আহ্বান জানিয়েছে সচেতন মহল।
জানা গেছে, করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প কারখানা। বন্ধ রাখা হয়েছে দোকানপাট। এমন পরিস্থিতিতে আয় রোজগার বন্ধ হয়ে যাওয়াতে দিশেহারা হয়ে পড়েছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। অনেকেই পরিস্থিতি সামাল দিতে গ্রামের বাড়িতে চলে গেলেও প্রয়োজনের তাগিদে এখনো রাস্তায় বের হচ্ছেন শ্রমজীবীরা। এদিকে কোন আশ্রয় না থাকায় ফুটপাতকেই মাথা গুজার ঠাঁই হিসেবে বেছে নিয়েছে একশ্রেণীর ছিন্নমূল গোষ্ঠী। একদিকে কাজ বন্ধ তাই আয় রোজগারও বন্ধ। অপরদিকে খিদের জ¦ালায় দুর্বিঃসহ জীবট যাপন করছে এই শ্রেণীর মানুষগুলো। এমন পরিস্থিতিতে ছিন্নমূল এই মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে মধ্যরাতে খাবার হাতে নগরীর বিভিন্ন সড়কে ফুটপাতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতে দেখা গেছে সাংবাদিক রাজু আহমেদকে। শুধু তাই নয়, অনাহারি এই মানুষগুলোকে নিজ হাতে রান্না করা খাবার তুলে দেন তিনি।
এদিকে সাংবাদিক রাজু আহমেদের এই মহতি উদ্যোগের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেন দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমল। তিনি লিখেছেন, “ দৈনিক নারায়ণগঞ্জের আলো কার্যালয়ে নিজহাতে রান্না করে মধ্যরাতে ছিন্নমূলদের কাছে খাবার পৌছে দিচ্ছেন চ্যানেল ডিবিসি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জের আলো’র প্রকাশক রাজু আহমেদ…এই মহতি উদ্যোগের জন্য সাধুবাদ….আসুন আমরা যার যার অবস্থান থেকে সামর্থ অনুসারে দিন মজুর খেটে খাওয়া অনাহারী মানুষগুলোর পাশে দাঁড়াই….।” মূহুর্তেই সেই ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। সাংবাদিক রাজু আহমেদের এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশংসা করতে ভুলেন নি নেটিজেনরা। অনেকেই এই উদ্যোগকে নারায়ণগঞ্জের কৃপণ রাজনীতিবীদ ও ব্যবসায়ীদের জন্য অনুপ্রেরণা হিসেবে মনে করছেন। অনেকেই দাবি করছেন, সাংবাদিক রাজু আহমেদের এই উদ্যোগ দায়িত্বজ্ঞানহীণ জনপ্রতিনিধিদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কীভাবে দুর্দিনে মানব সেবা করতে হয়। তবে যে যাই বলুক, সব শেষে সকলেই একটা কথা বলেছেন “জয় হউক মানবতার।”
প্রসঙ্গত, সারাবিশে^ মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪২ হাজার ১৫১ জন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৯ লাখ মানুষ। বাংলাদেশেও করোনায় ৫৪জন আক্রান্ত হয়েছে। যার মধ্যে মারা গেছে ৬ জন। করোনার সংক্রমণ ঠেকাতে সারাদেশে সরকারি বিভিন্ন সংস্থা ছাড়াও বেসরকারি ও নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠান। শিল্পনগরী নারায়ণগঞ্জেও করোনা সচেতনতায় কাজ করে যাচ্ছে বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠান। সচেতনতার পাশাপাশি সমাজের অসহায় ও দুঃস্থদের হাতে তুলে দেয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য দ্রব্য। তবে মহামারি এই ভাইরাসে এখনো এগিয়ে আসেননি অনেক রাজনীতিবীদ, ব্যবসায়ী ও বিত্তবানরা।