বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরের ফরাজীকান্দা এলাকায় উচ্ছেদাভিযান চালিয়েছে বিআই ডব্লিউ টিএ। মঙ্গলবার সকাল থেকেই মদনগঞ্জ বাসট্যান্ড (সাবেক রেল লাইন)হতে ওই অভিযান শুরু হয়। ফরাজীকান্দা কবরস্থান রোড পর্যন্ত বিভিন্ন ধরণের স্থাপনা বুলডোজারের সাহায্যে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। এতে ১টি কিন্ডার গার্টেন স্কুল,বিএনপি ও জাতীয় পার্টির কার্যালয় এবং কাঁচা বাজারসহ প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদাভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের স্টেট অফিসার ওয়াহেদুন নবী,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রকিবুজ্জামান,সহকারি প্রকৌশলী মোতাহার হোসেন,আনসার কর্মকর্তা মোঃ ফরহাদ সরকার,নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর তাপস কুমার পাল,বন্দর থানার সাব-ইন্সপেক্টর আব্দুল হালিম। এতে প্রায় শতাধিক উচ্ছেদকর্মী অংশ নেয়।