বিজয় বার্তা ২৪ ডট কম
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাব্বী মিয়া এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক তাসমিনা বেগম, অফিস সহকারী তানিয়া আকতার, বিএনএফ এর সভাপতি ডা. শাহ নেওয়াজ, জেলা কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি সভাপতি মো. শাহজাহান খাঁন, জেলা সুগার এন্ড অয়েল মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শংকর কুমার সাহা সহ ব্যবসায়ী বৃন্দ।