বিজয় বার্তা ২৪ ডট কম
ভিজিডি কর্মসূচির আওতায় ২০১৭-২০১৮ সালের ভিজিডি চক্রের উপকারভোগী নির্বাচন পরিপত্রের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে সোমবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, রুপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ফারজানা ইসলাম, আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার কামাল হোসেন, সোনারগাঁ উপজেলার নির্বাহী অফিসার আবু নাছের ভূঁইয়া, বন্দর উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী হাবিব, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আইনুন নাহার, জেলা মহিলা অধিদপ্তর এর প্রোগ্রাম অফিসার নাজনীন আফরোজ , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়,ফতুল্লা ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল, আলিরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, এনায়েত নগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুজজামান, কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, জাঁমপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম শিপলু, কায়েদপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহমেদ, বিশনন্দী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ ।
এ সময় রাব্বী মিয়া তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ভিজিডি কর্মসূচি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন। মহিলা বিষয়ক অধিদপ্তর মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে। দেশের সকল উপজেলার ৪৯০টি আওতায় নির্বাচিত অতি দরিদ্র মহিলাদেরকে খাদ্য সহায়তার পাশাপাশি সামাজিক সুরক্ষার আলোকে স্থানীয়ভাবে জীবন যাত্রার মান উন্নয়ন, আয় কর্মকান্ডের প্রশিক্ষণ, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা প্রদান ইত্যাদি উন্নয়ন সেবা প্রদান করা হবে । প্রতেক উপজেলার সকল ইউনিয়নে ভিজিডি কার্ড বরাদ্দের ক্ষেত্রে উপজেলা ভিজিডি কমিটি ও ইউনিয়ন ভিজিডি বাছাই কমিটি, কর্তৃক প্রস্ততকৃত তালিকা ও ভিজিডি কার্যক্রমে কর্মরত এনজিও প্রতিনিধিগন সক্রিয়ভাবে থাকে সেভাবে গঠন করতে হবে । প্রতিটি ইউনিয়নের নূন্যতম বরাদ্দকৃত কার্ডের সংখ্যা হবে পঞ্চাশ টি। খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা দরিদ্রতা ও দুর্দশাগস্ত জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে ভিজিডি কার্ড বরাদ্দ করে হবে । ভিজিডি কার্ড প্রাপ্তি যেন অর্থের বিনিময় না হয় ও এনজিও উপকারভোগীদের প্রশিক্ষণ সেবা প্রদান নিশ্চিত করতে হবে ।