বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহরণ ও ধর্ষণের পর ভারতে পাচারের সময় এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে পঞ্চগড়ের বোদার বালাভির থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- শফিকুল ইসলাম স্বপন, বিল্লাল হোসেন, মানিক মিয়া ও মোতাহার হোসেন।
রূপগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান জানান, ২০ অক্টোবর রোববার সকালে এক স্কুলছাত্রীকে অপহরণ করে কামারজুরির আব্দুল মাজেদের ছেলে শফিকুল ইসলাম স্বপনসহ তার সহযোগীরা। পরে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীর পরিবারের কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের কিছু টাকা বিকাশের মাধ্যমে পরিশোধও করা হয়। পরে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর শুক্রবার রাতে আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ পঞ্চগড়ের বালাভির মোতাহারের বাড়ি থেকে স্বপনসহ চারজনকে আটক করে। তারপর জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, স্বপন অপহৃত স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভারতে পাচারের চেষ্টা করেছে।
ওসি আরো জানান, আটকদের সাতদিনের রিমান্ড আবেদন চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।