বিজয় বার্তা ২৪ ডট কম
দক্ষিন কেরানীগঞ্জস্থ বুড়িগঙ্গা নদীতে বালুবাহি বাল্কহেড ডুবে চার শ্রমিক নিহত হয়েছে।
শুক্রবার সকালে নদীর পশ্চিমতীরে তাহমিনা এক্সপ্রেস নামে বাল্কহেডে এই দুর্ঘটনা ঘটে। পরে বাল্কহেডের ইঞ্জিনরুম থেকে চার শ্রমিকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরিদল।এসময় মাস্টার সহ দুইজনকে জীবিত উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- পিরোজপুর জেলার আব্দুর রব তালুকদারের ছেলে মোস্তফা, একই জেলার রাশেদ হাওলাদারের ছেলে বাবু, ঝালকাঠি জেলার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান ও বরিশাল জেলার মহিবুল্লাহ।
কেরাণীগঞ্জ থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম জানান, দিবাগত রাতে দক্ষিন কেরাণীগঞ্জ খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডটি পরিস্কার করার জন্য নোঙর করেন শ্রমিকরা। পরিস্কার শেষে ৬ জন শ্রমিক ইঞ্জিন রুমে ঘুমিয়ে পড়ে। বাল্কহেডটি পরিস্কার করার ফলে কোন জায়গায় ছিদ্র হয়ে ভেতরে পানি প্রবেশ করে বাল্কহেডটির একাংশ পানিতে ডুবে যায়। ঘুমিয়ে থাকার কারনে চারজন শ্রমিক আটকে পড়ে নিহত হয়। বাকি দুইজনকে জীবিত উদ্ধার করা হয়।
পরে নিহতদের লাশগুলো উদ্ধার করে কেরানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর কর হয়।
এদিকে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাহিদা বারিক ঘটনাস্থলে ছুটে যান।তিনি নিহতদের লাশ গ্রামের বাড়িতে পাঠানোর জন্য এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন দেন এবং তাদের দাফন কাফনের জন্য নগদ বিশ হাজার টাকা প্রদান করেন।