বিজয় বার্তা ২৪ ডট কম
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে ১৬ ডিসেম্বর বিকালে সিদ্ধিরগঞ্জ ঝাল্লোয়া পাড়া এলাকায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ চৌধুরী বাড়ি অঞ্চলের নেতা গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির সভাপতি এড. মন্টু ঘোষ, কেন্দ্রিয় নেতা দুলাল সাহা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সহ-সভাপতি আব্দুস সালাম বাবুল, সহ-সাধারণ সম্পাদক দিলীপ দাস, আঞ্চলিক নেতা জসিম ও রাজু।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন- বাঙালীর মুক্তি সংগ্রামের ৪৬ বছর আজও এদেশের গরিব মেহনতি শ্রমজীবি মানুষের মুক্তি মিলেনি।স্বাধীন দেশের মালিকরা শ্রমিকদের ইচ্ছেমত শোষণ-নির্যাতন করে চলেছে। শ্রমিকদের মজুরি ঠকিয়ে সস্তা শ্রমের উপর দাঁড়িয়ে তারা সম্পদের পাহাড় গড়ে তুলেছে।অপর দিকে শ্রমিকরা দ্রব্যমূল্যের উর্ধ্বমূখী বাজারে যে মজুরি পায় তা দিয়ে দুই বেলা ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার উপায় নেই।তার উপর সরকার একের পর এক শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম আইন ও বিধিমালা প্রণয়ন করে শ্রমিক শ্রেণির অধিকার খর্ব করার দ্বারা অব্যাহত রেখে মালিক গোষ্ঠীর স্বার্থকে উর্ধ্বে তুলে রেখেছে।রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি থেকে শুরু করে সরকারি শ্রমিক কর্মচারী দের বেতন-ভাতা দ্বিগুণ করা হয়েছে। গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া বৃদ্ধি হয়েছে চালসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে অথচ শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হচ্ছে না।বর্তমান বাজারে প্রাপ্ত মজুরিতে শ্রমিকদের খেয়ে পড়ে বেঁচে থাকা কোন ক্রমেই সম্ভব নয়।সুতরাং শ্রমিকদের বেঁচে থাকা তাগিদে মজুরি বৃদ্ধির দাবীতে তিব্র লড়াই সংগ্রাম গড়ে তুলা ছাড়া কোন উপায় নেই।বিজয় দিবসের চেতনা ধারণ করে ন্যূনতম মূল মজুরি ১০ হাজার ও মোট মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং কর্ম ক্ষেত্রে শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সহ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ১০ দফা দাবীতে কঠুর আন্দোলন গড়ে তুলার আহবান জানান নেতৃবৃন্দ ।