বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ বলেছেন, বিএনপি স্বৈরাচারী দল। তারেক জিয়ার নাম শুনলে মানুষ ভয় পায়। আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। তাই জাতীয় পার্টিকে সংগঠিত হতে হবে।
শানিবার রাতে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এরশাদ আরো বলেন, তার শাসন আমলে নুর হোসেন ও ডাক্তার মিলন মারা যাওয়ায় তাকে স্বৈরাচার বলা হয়। এখন প্রতিদিন কত মানুষ মরছে তার কোনো হিসাব নেই। তা হলে কে স্বৈরাচার। গত সাত বছরে ৪ লাখ হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে।
তিনি আরো বলেন, ইউনিভার্সিটি পাস করা শিক্ষার্থীরা এখন টাইম বোমা। এরা কখন কী করবে বোঝা যায় না। এর কারণ বেকারত্ব। পাস করে চাকরি না পওয়ার ফলে এরা সন্ত্রাস ও মাদকে জড়িয়ে পড়ছে। এদের চাকরির ব্যবস্থা করতে না পারলে দেশে আরো ভয়াবহ পরিণতি সৃষ্টি হবে।
তিনি রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির কোন্দল মিটিয়ে ফেলতে নির্দেশ দিয়ে নেতাকর্মীদের বলেন। এই কোন্দলের কারণে দল সামনের দিকে এগুচ্ছে না। তিনি দলীয় কোন্দল নিরসন করে আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী গড়ে তোলার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী জিএম কাদের, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল মাস্টার, মহানগর জাপা আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহমেদ প্রমুখ।

