বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে সাদা প্যানেলের পক্ষে প্রচারণা চালিয়ে ভোট প্রার্থনা করেন তারা ।
বুধবার ( ৯ মে ) সকাল হতে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ আদালত পাড়ায় সাধারণ আসনের পদপ্রার্থী এড. সৈয়দ রেজাউর রহমান সাথে নিয়ে সাধারণ আইনজীবীদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারপত্র বিলি করেন তারা । এবং বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাদা প্যানেলের সাধারণ আসন ও সদস্য সহ পূর্ন প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করেন ।
উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ মহসিন মিয়া, জেলা পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. মোঃ আসাদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক এড. মাসুদুর রউফ আরও উপস্থিত ছিলেন এড. সাজ্জাদুল ইসলাম সুমন, এড. মনিরুজ্জামান কাজল, এড. ইসরাত জাহান ইনা প্রমুখ ।
প্রসঙ্গঃ আগামী ( ১৪ মে ) রোজ সোমবার বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে ।