বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় শ্রমিকলীগের শ্রমিক কল্যান ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ বলেছেন, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্যে বঙ্গবন্ধুকে বারে বারে কারাগারে যেতে হয়েছে, পাকিস্তানী শাসকগোষ্ঠি নিযাতন চালিয়ে এক কারাগার থেকে আরেক কারাগারে বন্দী করে রেখেছে বছরের পর বছর। এত নির্যাতন সহ্য করেও বাঙ্গালীর অধিকার আদায়ের আন্দোলন থেকে পিছপা হননি বঙ্গবন্ধু।
জাতীয় শোক দিবসে বিআইডব্লিটিসি ওয়ার্কার্স ইউনিয়ন(রেজিঃ-বি-১৭০০) আয়োজিত আলোচনাসভা ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর যখন সোনার বাংলাদেশ গঠনে এগিয়ে যাচ্ছিলেন ঠিক তখনি পরাজিত শক্তির ছত্রচ্ছায়ায় পরিকল্পিতভাবে এদেশীয় এজেন্টদের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে দেশের স্বাধীনতা ছিনিয়ে নেয়ার অপচেস্টা শুরু করেছিল । কিন্তু আল্লাহতায়ালার অশেষ রহমতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই পরাজিত শক্তির স্বপ্নকে ধুলিস্যাত করে দিয়েছেন। তাই এখনো সেই জঙ্গীগোষ্টি আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেস্টা চালাচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে।
এসময় বিআইডব্লিটিসি ওয়ার্কার্স ইউনিয়ন (বি-১৭০০)এর কেন্দ্রীয় সভাপতি মহসিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রী এডঃ কামরুল ইসলাম, আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় শ্রমিক কল্যান ও উন্নয়ন বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, বিআইডব্লিউটিসি‘র চেয়ারম্যান মিজানুর রহমান,সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জয়নাল আবেদীন,সহসভাপতি আল্লামা নেওয়াজ,সহসম্পাদক বাহাউদ্দিন প্রমুখ। এ সময় সংস্থার পরিচালকগনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
