বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে থানার পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে কুশিয়ারা এলাকার শহীদ মিয়ার ছেলে আল আমিন(২৩) ও সালেহনগর এলাকার নিজামউদ্দিন মিয়ার ছেলে আবুল কালাম(৩০)। এ ব্যাপারে শুক্রবার রাতেই বন্দর থানায় মাদক আইনে দু’টি পৃথক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে,উল্লেখিতরা দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছিল। শুক্রবার রাতে উল্লেখিতরা নিজ নিজ বাড়িতে অবস্থার করে মাদক বিক্রির সময় গোপন সূত্রে খবর পেয়ে আলি আমিনের কাছ থেকে ৩০পিছ এবং কালামের কাছ থেকে ২০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃতদের রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
