বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে দ্রুত বিচার আইন মামলার ৩ আসামীকে ১ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত রোববার দুপুরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে রিমান্ডে আনে পুলিশ। যার মামলা নং- ২৯(১)১৭ । ধারা- আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ দ্রুত বিচার আইন এর ৪(১)৫। জানা গেছে, বন্দর থানার মদনপুর পিচকামতাল এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে জাকির হোসেন বেটারী চালিত রিক্সা চালিয়ে কোনমতে সংসার চালিয়ে আসচ্ছে। প্রতিদিনের মত গত বুধবার দুপুরে জাকির রিক্সা নিয়ে লাঙ্গলবন্ধ বাজার স্ট্যান্ডের সামনে অবস্থান করলে ওই সময় যাত্রীবেশে ঢাকা যাত্রাবাড়ীস্থ কোনাবাড়ী এলাকার জয়নাল আবেদীন মিয়ার ছেলে মনির হোসেন (৩০) ও তার সহযোগী পটুয়াখালী জেলার কলাপাড়া থানার চরপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে জাকির হোসেন (৩০) ও ঢাকা খিলগাও এলাকার আব্দুস সাত্তার মিয়ার ছেলে সজিব (২৭) মিলে রিক্সা চালককে মালিবাগ ক্যাসেল র্পাক যাওয়া কথা বলে রিক্সায় উঠে। পরে রিক্সার ৩ যাত্রীর মধ্যে এক যাত্রী ইচ্ছা করে তার হাতে থাকা ১টি চাবি রাস্তায় ফেলে দেয়। পরে উক্ত রিক্সা চালককে উক্ত চাবিটি রাস্তা থেকে নিয়ে আসতে বলে। তাদের কথা মতে রিক্সা চালক চাবিটি নিয়ে আসতে গেলে ওই সুযোগে রিক্সা থাকা ৩ যাত্রী রিক্সাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রিক্সা চালকের আতœচিৎকার শুনে পথচারিরা ধাওয়া করে ছিনতাইকৃত রিক্সাটি উদ্ধারসহ ৩ জনকে আটক করে পুলিশে সোর্পদ করে। এ ব্যাপারে রিক্সাচালক জাকির হোসেন বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল মামুন জানান, মামলার সুষ্ঠ তদন্ত স্বার্থে ৩ ছিনতাইকারিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছি। বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত রোববার রাতে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সোমবার দুপুরে তাদেরকে পুনরায় আদালতে প্রেরন করেছি।