বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ১০লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ বিপদ চন্দ্র বর্মণ(৩৫) ও রিপন লাল(৪২)নামে ২ মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে থানার একরামপুস্থ সুইপার কলোনী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃতদের মধ্যে বিপদ চন্দ্র বর্মণ একরামপুর সুইপার কলোনী এলাকার মৃত হরেন্দ্রনাথ চন্দ্র বর্মণের ছেলে ও রিপন লাল একই এলাকার হরি নারায়ণ লালের ছেলে। ধৃতদের রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।