বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরে স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার রাতে স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে লম্পট মামুন ওরফে পল্টু (২২) আলহাজ্ব ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী (১৪)কে বাড়ির গোসল খানায় নিয়ে জোর পূবর্ক ধর্ষণ করে। এ ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে লম্পটের পরিবার। গতকাল বৃহস্পতিবার বিকেলে ধষর্ণের শিকার ছাত্রী থানায় অভিযোগ দায়ের করে।
ধর্ষণের শিকার ছাত্রী জানায়, বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার মতোলেব মিয়ার লম্পট ছেলে মামুন ওরফে পল্টু একই এলাকার দিন মজুর বাচ্চু মিয়ার মেয়ে স্কুল ছাত্রীকে ৪/৫ মাস যাবত বিয়ের প্রলোভ দেখিয়ে আসছে। গত বুধবার রাতে ছাত্রীর বাড়ির সামনে গিয়ে ছাত্রীকে কথা আছে বলে ইশারা দিয়ে বারি গোসল খানার ভিতরে নিয়ে জোর পূবর্ক ধর্ষণ করে। ছাত্রীর মামা ব্যক্তিগত কাজে গোসল খানায় গিয়ে লম্পটকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলে। এ সময় লম্পট পল্টু ছাত্রীর মামার হাত থেকে ছটকে পালিয়ে যায়।
এ ব্যপারে স্থানীয় সাবেক মহিলা কাউন্সিলর মায়া বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লম্পটের পরিবার ঘটনা ধামা চাপা দেয়ার চেষ্টা করে। বিষয়টি আইনগত বিধায় আমি তাদের থানায় পাঠিয়েছি।
এ ব্যপারে বন্দর থানার ওসি শাহীন মন্ডল বলেন, ভিকটিম থানায় এসে অভিযোগ করেছে।আমরা বিষয়টি আইনানুগ ব্যবস্থা নেব।