নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে মায়ের সঙ্গে অভিমান করে সোহানা(১২)নামে এক কিশোরী স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। বুধবার বিকেলে থানার তিনগাঁও পদুঘর এলাকায় এ ঘটনাটি ঘটে। আতœহননকারী কিশোরী ওই এলাকার আব্দুস সাত্তার মিয়ার মেয়ে। সে স্থানীয় হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে অধ্যয়নরত ছিল। স্থানীয়রা জানায়,বুধবার দুপুরে কিশোরী সোহানাকে তার মা পড়া-লেখার জন্য ধমক দেয়। এতে অভিমান করে সোহানা সকলের অজান্তের ঘরের আড়ার সঙ্গে ওড়না বেধে গলা ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘরের কক্ষে ঢুকে তার মা ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিয়ে ওঠে। পরে আশ পাশের লোকজন এসে লাশ নিচে নামায়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।