বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে স্কুলছাত্রী(১১)’র শ্লীলতাহানীর চেষ্টাকারী লম্পট মেহেদি হাসান(২৩)কে চালান করা হয়েছে। রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় দায়েরকৃত মামলায় তাকে কোটে চালান করা হয়। ধৃত লম্পট দড়ি সোনাকান্দা এলাকার প্রবাসী নূর মিয়ার ছেলে। সূত্র মতে,লম্পট মেহেদি হাসান শনিবার সন্ধায় পার্শ্ববর্তী বাড়ির ইকবাল হোসেনের স্কুলপড়–য়া কণ্যা (১১)কে খালি ঘরে একা পেয়ে ধারালো ছোঁরার ভয় দেখিয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় স্কুলছাত্রী ডাক চিৎকার করলে তার চিৎকারে প্রতিবেশী আসমা বেগম দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে অবস্থা বেগতিক বুঝে লম্পট মেহেদি চম্পট দেয়। এ ব্যাপারে থানায় তাৎক্ষনিকভাবে অভিযোগ দায়ের হলে পুলিশ মেহেদি হাসানকে গ্রেফতারে সক্ষম হয়।
