বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে শ্রমিকলীগ নেতা গোলজার হোসেন শামীম(৪৫)কে প্রহারের মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতেই নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে বক্তারকান্দি এলাকার মৃত রমিজউদ্দিনের ছেলে নাছির(৪৫) ও একই এলাকার মৃত জলিল বেপারীর ছেলে জাহাঙ্গীর(৪৮)। সূত্র মতে,সুদূর কিশোরগঞ্জ জেলার কচুয়া সংডাঙ্গা গ্রামের মাওলানা মোঃ মোস্তফা কামাল বিগত ৮ বছর ধরে বক্তারকান্দি বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমামের দায়িত্ব পালণ করে আসছেন। সম্প্রতি মসজিদে বিভিন্ন সময়ে ইমাম মোস্তফা সরকার বিরোধী মন্তব্য করে। এ নিয়ে এলাকার মুসল্লীরা বিক্ষুব্দ হয়ে ওঠে। রোববার সকাল ৭টায় প্রতিবাদী মুসল্লীরা ইমামকে সরকার বিরোধী মন্তব্য না করার জন্য ওই এলাকার মুসল্লী মহানগর শ্রমিকলীগের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন শামীম অনুরোধ করলে এ নিয়ে কিছুটা বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে ইমামের পক্ষে জামায়াপন্থী কতিপয় ব্যাক্তি যথাক্রমে বক্তারকান্দি এলাকার মৃত রমিজউদ্দিনের ছেলে জালাল,নাছির,জালালের ছেলে মনু,তোফাজ্জল,মৃত জলিল বেপারীর ছেলে জাহাঙ্গীর,মৃত বাউল চানের ছেলে আলীবাহার ওরফে সাহাবুদ্দিন বেদম মারপিট করে গুরুতর জখম করে। আহত শামীমকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে স্থানীয় মুসল্লী নাম প্রকাশ না করার শর্তে জানান,ইমাম মোস্তফা প্রতিনিয়তই বর্তমান সরকারকে কটাক্ষ করে আলোচনা করে থাকেন। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবর্ষিকী উপলক্ষ্যে মসজিদে দোয়ার আয়োজন শেষে মোনাজাতে তিনি বলেন,হে আল্লাহ যেই রকম কাজ করেছে তাকে সেইভাবেই রেখো। ২ মহিলার ঠেলাঠেলি আমাদের জান শেষ। ইত্যাদি নানা মন্তব্য ছুঁড়ে দেন।