বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে রাতের বেলায় বেপরোয়া গতীতে ব্লাকহেড চালিয়ে যাওয়ার অপরাধে এমভি জলের প্রতিক নামে একটি ব্লাকহেড জব্দসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী পুলিশ। গত ১৮ নভেম্বর বুধবার রাতে বন্দর থানার ধলেরশ^রী ও শীতলক্ষা নদী মহনায় অভিযান চালিয়ে উক্ত ব্লাকহেড জব্দসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী এএসআই মোঃ সাঈদ হোসেন বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন । যার মামলা নং- ২৯(১১)২০ ধারা- ২৮০/১০৯ পেনাল কোড -১৮৬০। গ্রেপ্তারকৃতরা হলো পিরোজপুর জেলার নেছারাবাদ থানার ডুবি এলাকার আবু হানিফ বাহাদুর মিয়ার ছেলে সুকানী আরিফুল ইসলাম (২৪) মাগুড়া জেলার মহম্মদপুর থানার চর যশোবন্তপুর এলাকার বাকির হোসেন মিয়ার ছেলে রুবেল (২৫) ও ঢাকা কেরানীগঞ্জ থানার ইসলামপ্লাজা এলাকার শেখ তোফাজ্জল হোসেন মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৩)। গ্রেপ্তারকৃতদের ১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উক্ত মামলায় আদালতে প্রেরন করেছে পুলিশ।