বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রাশেদুল আলম ওরফে তমাল (২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ বাসস্ট্যান্ডস্থ শাহাজালাল মিয়ার কনফেকশনারী সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং-৬(৫)১৮। ধৃত মাদক মাদক ব্যবসায়ী তমাল বন্দর থানার নবীগঞ্জস্থ খাদেমপাড়া এলাকার খোরশেদ আলম মিয়ার ছেলে। ধৃতকে মাদক মামলায় শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এদিকে বন্দর থানা পুলিশ অর্থ আত্মসাত মামলার ২ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মতিন মিয়া (৫০)কে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে বন্দর থানার বালুচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মতিন মিয়া একই এলাকার আহাম্মদ আলী মিয়ার ছেলে। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এএসআই নাসির উদ্দিনসহ সঙ্গীয় র্ফোস বালুচর এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত আসামী মতিনকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতকে অর্থ আত্মসাত মামলার ওযারেন্টে শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।