বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর শাহী মসজিদস্থ হাফেজীবাগ কবরস্থান ও ঈদগাহ সংলগ্ন এলাকার শত শত মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব করতে নগর মাতৃসদন হাসপাতাল-টু-হাফেজীবাগ ঈদগাহ পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় কাংখিত ওই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্বন হান্নান সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ইসমাঈল চৌধুরী,ইঞ্জিনিয়ার মোঃ হাসান,সুপার ভাইজার আমিনুল ইসলাম,স্থানীয় সমাজ সেবক বন্দর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আলী হোসেন,শেখ আলমগীর হোসেন,মোঃ হোসেন,মোঃ শাহকামাল,মোঃ রাসেল প্রমুখ। ঠিকাদারী প্রতিষ্ঠান এইচ.ডি.জে.বি’র অধীণে (১৬ফুট প্রস্থ ও ৫০০মিটার দৈর্ঘ্য)আরসিসি ঢালাইয়ের এই রাস্তাটি নির্মাণে ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৫লাখ টাকা।